সংক্ষিপ্ত তথ্য: পশ্চিমবঙ্গ রাজ্য স্বাস্থ্য দপ্তরে (WBHRB) বিভিন্ন পদে নিয়গের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যে সমস্ত প্রার্থীরা আগ্রহী রয়েছেন এবং সমস্ত যোগ্যতার মানদণ্ড পূরণ ক্রবেন তারা অনলাইনে আবেদন করতে পারেন। অফিসিয়াল নোটিফিকেশন, আবেদনের লিঙ্ক সহ সমস্ত গুরুত্বপূর্ণ লিঙ্ক নিচে দেওয়া রয়েছে।
মেডিক্যাল টেকনোলজি, আসিস্ট্যান্ট প্রফেশর এবং প্রফেসর পদে এই নিয়োগ করা হবে। মোট শূন্য পদের সংখ্যা ৫৭টি। আবেদন করুন আজই।
পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরে নিয়োগের বিবরণ
সংস্থার নাম | WBHRB |
পদের নাম | মেডিক্যাল টেকনোলজি আসিস্ট্যান্ট প্রফেশর প্রফেসর |
পোস্টের তারিখ | ২৮/০৮/২৩ |
আবেদনের শুরু | ১/৯/২৩ সকাল ১০টা থেকে |
আবেদন শেষ | ১৫/৯/২৩ দুপুর ২টা পর্যন্ত |
মোট শূন্য পদ | ৫৭ টি |
পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরে নিয়োগের পদের বিবরণ
পদের নাম | মোট শূন্য পদ | বিভাগ |
মেডিক্যাল টেকনোলজি | ৫০ | UR – ২৫, SC – ১১, ST -৩, OBC A – ৫, OBC B – ৪, PWD – ২ |
আসিস্ট্যান্ট প্রফেশর | ২ | UR – ১, SC – ১ |
প্রফেসর | ৫ | UR – ২, SC – ১, ST -১, OBC A – ১ |
গুরুত্বপূর্ণ লিঙ্ক
অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
অফিশিয়াল নোটিফিকেশন | Click here |
প্রতিদিন চাকরি সংক্রান্ত খবর ও কারেন্ট অ্যাফেয়ার্স পেতে আমাদের Whatsapp গ্রুপে যুক্ত হন | Click here |
মনে রাখতে হবে কেবল মাত্র অনলাইনে ফর্ম ফিলাপ করলে সেটাই বৈধ হবে। ফর্ম ফিলাপের আগে অবশ্যই অফিশিয়াল নোটিফিকেশন দেখুন।