প্রশ্ন – কে সম্প্রতি ডিজিটাল ইন্ডিয়া অ্যাওয়ার্ডস ২০২২ এর সপ্তম সংস্করণ উপস্থাপন করেছেন?
উত্তর – দ্রৌপদী মুর্মু।
প্রশ্ন – জয়পুর আন্তর্জাতিক চলচিত্র উৎসবে কাকে সম্প্রতি লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কারে সম্মানিত করা হয়েছে?
উত্তর – অপর্ণা সেন।
প্রশ্ন – সুরিন্দর চাওলা নিম্নের কোনটির ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে নিযুক্ত হয়েছেন?
উত্তর – PPBL অর্থাৎ paytm payments bank limited।
প্রশ্ন – সম্প্রতি ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডাডার্স কত তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করল ?
উত্তর – ৭৬ তম
প্রশ্ন – কোথায় সম্প্রতি আন্তর্জাতিক ঘুড়ি উৎসব ২০২৩ শুরু হল?
উত্তর – গুজরাত
প্রশ্ন – নিম্নের কাকে হার্ভার্ড ল স্কুল সেন্টার ক্তৃক “অ্যাওয়ার্ড ফর গ্লোবাল লিডারশীপ” এর জন্যে নির্বাচিত করা হয়েছে?
উত্তর – ডি ওয়াই চন্দ্রচূড়
প্রশ্ন – কোন আদালত প্রথম আদালতে ই সিস্টেম চালু করেছে?
উত্তর – মহারাষ্ট্রের ওসমানাবাদ জেলা আদালত
প্রশ্ন – বর্তমান রাষ্ট্রপতি কোথায় সম্প্রতি ১০০০ মেগা ওয়াট বিকানের সৌর বিদ্যুত চালু করেছেন ?
উত্তর – রাজস্থান
প্রশ্ন – কে সম্প্রতি ব্রিটিশ জুনিয়র ওপেন টুর্নামেন্ট গার্লস অনুর্ধ ১৫ স্কোয়াশ শিরোপা জিতেছে?
উত্তর – আনহাত সিং
প্রশ্ন – ভারতে প্রথম সম্পূর্ণ ডিজিটাল ব্যাঙ্কিং রাজ্যে পরিণত হয়েছে কোনটি?
উত্তর – কেরালা