মালদা জেলা আদালতে মাধ্যমিক পাশে স্টেনোগ্রাফার নিয়োগ

পশ্চিমবঙ্গ রাজ্যের মালদা জেলার আদালতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই পদে আবেদনের জন্য নূন্যতম মাধ্যমিক পাশ হতে হবে। নিয়োগের আরও বিস্তারিত জানতে সম্পুর্ন পোস্টটি পড়ুন।

স্টেনোগ্রাফার পদে নিয়োগের বিবরন-

বিজ্ঞপ্তি সংখ্যা01/G/2023
পদের নামস্টেনোগ্রাফার গ্রেড -II
স্টেনোগ্রাফার গ্রেড -III
মোট শূন্যপদক্যাটাগরি ভিত্তিতে মোট শূন্যপদ ৫ টি
বেতন৩২১০০-৯৫৫০০
চাকুরির স্থানমালদা জেলা
আবেদন পদ্ধতিঅফলাইন

স্টেনোগ্রাফার পদে নিয়োগের শিক্ষাগত যোগ্যতার বিবরন-

স্টেনোগ্রাফার গ্রেড -II১. যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ হতে হবে।
২. কম্পিউটার ট্রেনিং এর সার্টিফিকেট থাকতে হবে এবং টাইপিং স্পিড কমপক্ষে ৪০/মিনিট হতে হবে।
স্টেনোগ্রাফার গ্রেড -III১. যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক বা সমতুল্য বিষয়ে পাশ হতে হবে।
২. কম্পিউটার ট্রেনিং এর সার্টিফিকেট থাকতে হবে এবং টাইপিং স্পিড কমপক্ষে ৩০/মিনিট হতে হবে।

স্টেনোগ্রাফার পদে নিয়োগের বয়সসীমা-

প্রার্থীর বয়স ০১/০৭/২০২৩ এর হিসেব অনুযায়ী কমপক্ষে ১৯ বছর থেকে ৩৯ বছরের মধ্যে হতে হবে। তপসিলি জাতির প্রার্থীরা ৩ বছর এবং তপসিল উপজাতির প্রার্থীরা ৫ বছর ছাড় পাবেন।

স্টেনোগ্রাফার পদে নিয়োগের পদ্ধতির বিবরন-

প্রার্থীদের অফলাইনে আবেদন করতে হবে। সেক্ষেত্রে প্রার্থীদের নির্দিষ্ট পদ্ধতিতে আবেদন করতে হবে। আবেদন পত্রের নমুনা অফিসিয়াল ওয়েবসাইট থেকে পাওয়া যাবে। এছাড়াও পোস্টের নীচে আবেদন পত্রের লিঙ্ক পেয়ে যাবেন।
১. অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফর্মটি ডাউনলোড করে যথাযথ ভাবে ফর্মটি পূরণ করুন।
২. আবেদনপত্রের সাথে প্রয়োজনীয় ডকুমেন্টগুলি যুক্ত করুন।
৩. ৫ টাকার পোস্টাল স্ট্যাম্পযুক্ত খামে নিজের নাম ঠিকানা সঠিকভাবে লিখে আবেদনপত্রের সাথে যুক্ত করুন।
৪. আবেদন ফি জমা দেওয়ার পরে স্লিপটি যুক্ত করুন আবেদনপত্রের সাথে।
৫. ২ কপি পাসপোর্ট সাইজ ফোটো আবেদনপত্র এবং অ্যাডমিট কার্ডের সঠিক জায়েগাতে আটকে দিন।
৬. সমস্ত ডকুমেন্ট গুলি খামের মধ্যে ভরে নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্ট তারিখের মধ্যে পাঠিয়ে দিন।

স্টেনোগ্রাফার পদে নিয়োগের ফি সমূহের বিবরন-

পোস্টের নামUnreserved & OthersSchedule Caste, Schedule Tribe & P.H
স্টেনোগ্রাফার গ্রেড -II এবং স্টেনোগ্রাফার গ্রেড -III৮০০ টাকা৬০০ টাকা

আবেদন পাঠানোর ঠিকানা-

THE CHAIRMAN DISTRICT RECRUITMENT COMMITEE
MALDA JUDGESHIP
PO & DIST- MALDA
PIN CODE – 732101
WEST BENGAL

গুরুত্বপূর্ন তারিখগুলো-

গুরুত্বপূর্ণ ইভেন্টতারিখ
অফলাইনে আবেদন শুরু হবে১২.০৯.২০২৩
অফলাইনে আবেদন শেষ হবে১২.১০.২০২৩ বিকেল ৫ টা পর্যন্ত

গুরুত্বপূর্ন লিঙ্কগুলি-

গুরুত্বপূর্ণ লিঙ্ক লিঙ্ক
অফিসিয়াল নোটিফিকেসানক্লিক করুন
অফিসিয়াল ওয়েবসাইটক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *