আবারও রাজ্যে সরকারি চাকরির আপডেট বেরিয়েছে। আবেদন করা যাবে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, অষ্টম শ্রেণী পাশ করে থাকলে। ৩ তারিখের মধ্যে আবেদন করতে হবে। আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গের সমস্ত রাজ্য থেকে।
বেঞ্চ ক্লার্ক পোস্টে আবেদন করতে বয়স সীমা লাগবে ২১ থেকে ৪০ বছর পর্যন্ত। এই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক পাশ। তবে তার সঙ্গে বেসিক কম্পিউটার সম্পর্কে জ্ঞান থাকতে হবে। তাছাড়াও বাংলা ও ইংরেজি ভাষায় লিখতে ও পড়তে জানতে হবে। এই বেঞ্চ ক্লার্ক পোস্টে শূন্য পদ রয়েছে একটি। আপনি সিলেক্ট হলে বেতন পাবেন ১৩৫০০ টাকা।
আবার একই জায়গায় অর্ডারলি পোস্টে আবেদন করতে পারবেন ২১ থেকে ৪০ বছর বয়সের প্রার্থীরা। অষ্টম শ্রেণী পাশ করে থাকলেও আবেদন করতে পারবেন আপনি। তবে এই ক্ষেত্রে বাংলা ও হিন্দি ভাষায় লিখতে পড়তে জানতে হবে আপনাকে। এই ক্ষেত্রেও ভেকেন্সি সংখ্যা রয়েছে ১। এই পদের ক্ষেত্রে ১২০০০ টাকা স্যালারি দেওয়া হবে।
অ্যাসিস্ট্যান্ট কাম ডেটা এন্ট্রি অপারেটর পদে আবেদনের জন্যে বয়স ১৮ থেকে ৩৫ হতে হবে। এই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক। তবে এই পদে আবীদনের জন্যে ১ বছরের কম্পিউটারে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এই পদেও ১ টি পোস্ট খালি রয়েছে এবং বেতন ১২ হাজার দেওয়া হবে।
সমস্ত পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষা হবে। লিখিত পরীক্ষা হবে ৮০ নম্বরের। কম্পিউটার টেস্ট হবে ১০ এবং মৌখিক হবে ১০ নম্বরের। সব মিলিয়ে মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে। নদীয়া জেলায় নিয়োগ হচ্ছে এই সমস্ত পোস্টে। nadia.gov.in ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করতে পারবেন। মার্চ এর ৩ তারিখের মধ্যে এই আবেদন করা যাবে।
নোটিফিকেশন এর শেষে আবেদন করার ফর্ম রয়েছে। সেটি ডাউনলোড করুন এবং পূরণ করে আপনাকে পাঠাতে হবে টু দা সোশ্যাল ওয়েলফেয়ার অফিস অফ দা ডিসট্রিক্ট ম্যাজিস্ট্রেট, নদীয়া, কৃষ্ণনগর, ৭৪১১০১। তবে খামের ওপর অবশ্যই কোন পোস্টের জন্যে আবেদন করবেন তা লিখতে হবে আপনাকে।
ফর্ম এর সঙ্গে বয়সের প্রমানপত্র, রেসিডেন্সিয়াল প্রমাণপত্র, শিক্ষাগত সার্টিফিকেট, কম্পিউটার কয়ালিফিকেশন সার্টিফিকেট, কাজের অভিজ্ঞতা থাকলে তা দিতে পারেন। এছাড়াও ৫ টাকার স্ট্যাম্প এনভেলপ পাঠাতে হবে।