Modifier কাকে বলে? প্রকারভেদ ও Modifier Rules –
Modifier কাকে বলে? What is Modifier in Bengali
যে word/phrase/clause অন্য কোন word এর পূর্বে অথবা পরে বসে সে word সর্ম্পকে অতিরিক্ত তথ্য প্রদান করে তাকে modifier বলে। Modifier অধিকাংশ ক্ষেত্রেই হয় adjective বা adverb।
► Note: Adjective noun বা pronoun কে modify করে। Adverb adjective, verb ও অন্য adverb কে modify করে।
Modifier এর প্রকারভেদ?
Modifier দু’প্রকার। যথা:
- Premodifier
- Postmodifier
Premodifier
Pre শব্দের অর্থ পূর্বে। তাই যে modifier noun বা noun Phrase এর পূর্বে বসে তাকে modify করে তাকে Premodifier বলে। উল্লেখ্য Premodifier Noun Phrase-এর head word এর পূর্বে এবং Determiner এর পরে বসে।
Different Type of Premodifier
1. Adjectives as Premodifier:
এক্ষেত্রে Adjective Noun বা Noun phrase এর পূর্বে বসে Premodifier এর কাজ করে। Adjective এর এ ধরনের use কে Attributive use বলা হয়।
Example: He is an intelligent boy.
ব্যাখ্যা: উপরের sentence এ “intelligent” adjective টি ‘boy’ noun এর পূর্বে বসে Premodifier এর কাজ করেছে।
2. Participles as Premodifier:
আমরা জানি, Participles সবসময় Adjective এর কাজ করে। আবার Adjective সবর্দা Noun-কে modify করে। তাই Participles যখন Noun এর পূর্বে বসে উক্ত Noun কে modify করে তখন তা Premodifier এবং Participle যখন Noun এর পরে বসে Noun কে Modify করে তখন তা Post-modifier.
i. Present Participle as Premodifier (ing Participles অর্থাৎ Verb এর Present form এর সাথে ing):
Example: A sleeping dog seldom bites.
ব্যাখ্যা: উপরের sentence টিতে sleep-এ verb টির সাথে ing যোগ হয়ে তা Adjective এর কাজ করে। কারন Sleeping দ্বারা কুকুরটি কেমন তা প্রকাশ করছে। উপরোক্ত sleeping Present Participle টি Noun এর পূর্বে বসেছে। তাই sleeping উক্ত sentence এ Premodifier.
ii. Past Parcticiple as Premodifier (মূল verb-এর Past Parcticiple form):
Example: He bought a rotten fish.
ব্যাখ্যা: উপরের sentence টিতে rot verb এর Part Parcticiple ‘rotten’ এবং তা Adjective এর কাজ করেছে কারন rotten দ্বারা মাছটি কেমন তা প্রকাশ পাচ্ছে।
অধিকন্তু rotten এ Participle টি fish Noun এর পূর্বে বসেছে। তাই ‘rotten’ Premodifier.
3. Noun as Premodifier:
অনেক সময় Noun-ও Noun কে modify করে। যখন দুটি Noun পাশাপাশি বসে তখন প্রথম Noun টি দ্বিতীয় Noun টিকে modify করে বলে তা Adjective.
Example: He paid the bus fare.
ব্যাখ্যা: উপরের sentence টিতে bus এবং fare দুটিই noun এবং পাশাপাশি বসেছে। প্রথম Noun ‘bus’ দ্বিতীয় Noun ‘fare’ এর পূর্বে বসে তাকে modify করে। তাই bus উক্ত sentence-এ Premodifier.
4. Noun Adjective as Premodifier:
এক্ষেত্রে ও দুটি Noun পাশাপাশি বসে। তাই প্রথম Noun-টির পূর্বে একটি Adjective থাকে।
Example: He bought a small tea pot.
ব্যাখ্যা: উপরের sentence টিতে tea ও pot দুটি পাশাপাশি বসেছে এবং প্রথম Noun টির পূর্বে ‘small’ এ Adjective টি বসেছে। তাই tea-এ noun adjective টি pot noun টির Premodifier.
5. Determiners as Premodifier:
Determiners অর্থাৎ Articles (a.an-the) এবং Demonstratives (this, that, these, those) premodifier হিসেবে ব্যবহৃত হয়।
Examples:
- He bought a pen.
- I bought this book yesterday.
6. Quantifiers are premodifier:
Quantifiers one, two, three…. much, many, some, several, a lot, a little ইত্যাদি Premodifier হিসেবে ব্যবহৃত হয়।
Example
- The man has much money.
- Give me a little rice.
7. Compounds as Premodifier:
অনেক সময় compounds Premodifier এর কাজ করে। Compounds হলো একাধিক শব্দের সমন্বয় যা একটি single Adjective বা একটি single noun এর কাজ করে।
Example: A hard working student can shine in life.
ব্যাখ্যা: উপরের sentence টিতে hard-working compound টি hard এবং working-এ শব্দ দুটির সমন্বয়ে গঠিত হয়েছে এবং তা student এই Noun টির পূর্বে বসে তাকে modify করেছে। তাই Hard working compound টি “student” Noun টির Premodifier.
8. Possessive as Premodifier:
এ ক্ষেত্রে Possessive (my, our, your, their, her, his) Noun এর পূর্বে বসে Premodifier হিসেবে কাজ করে।
Example:
- His brother has gone to Japan.
- Our country is very fertile.
9. Adverb as Premodifier:
Example: The then Headmaster was a wise man.
ব্যাখ্যা: উপরের sentence এ ‘then’ এ adverb টি “Headmaster’ এ Noun টির পূর্বে বসে Pre- modifier হিসেবে কাজ করে।
Post Modifier
Post শব্দের অর্থ পরে। তাই যে Modifier noun বা noun phrase এর পরে বসে তাকে modify করে তাকে Post Modifier বলে।
Different Types of Post Modifier
1. Infinitive Phrase as Post Modifier:
To + Verb এর Present form এর পরে অতিরিক্ত শব্দ বসিয়ে Infinitive Phrase গঠিত হয়।
Example: He made con attempt to escape punishment.
ব্যাখ্যা: উপরের sentence টিতে “to escape punishment” এ Infinitive Phrase টি attempt noun টির পরে বসে তাকে modify করেছে। তাই উক্ত sentence এ “to escape punishment” ‘attempt’ Noun টির Post Modifier.
2. Present Participle Phrase as Post Modifier:
Example: The boy standing at the door is known to me.
ব্যাখ্যা: উপরের sentence টিতে ‘standing at the door’ Present Participle phrase টি ‘boy’ Noun টির পরে বসে boy কে modify করেছে। তাই ‘standing at the door’ Present Parcticiple Phrase টি ‘boy’ noun টির Post Modifier.
3. Past Participle Phrase as Post Modifier:
Example: The machines made in a local factory are working well.
ব্যাখ্যা: উপরের sentence টিতে ‘made in a local factory’ Past Participle phrase টি ‘machines’ noun টির পরে বসে তাকে modify করেছে। তাই ‘made in a local factory’ এ Past Participle phrase টি ‘machines’ noun টির Post Modifier.
4. Prepositional phrase on Post Modifier:
Pre- positional যখন post modifier হিসেবে কাজ করে তখন অধিকাংশ ক্ষেত্রে তাকে Relative clause/ Subordinate Adjective clause-এ রূপান্তরিত করা যায়।
Example: The road to Delhi is spacious. (The road that leads to Delhi is spacious).
ব্যাখ্যা: উপরের sentence টিতে ‘to Delhi’ Preposition phrase টি ‘road’ noun টির পরে বসে তাকে modify করেছে। উল্লেখ্য The road to Delhi মূলতঃ The road that leads to Delhi বোঝাচ্ছে যা Relative clause বা Subordinate Adjective clause.
5. Appositive as Post Modifier:
যখন দুটি Noun পাশাপাশি বসে একই ব্যক্তি বা বস্তুকে বোঝায় তখন দ্বিতীয় Noun টিকে প্রথম noun টির Appositive বা case in Apposition বলা হয়। এক্ষেত্রে দ্বিতীয় noun টি প্রথম noun টির সর্ম্পকে অতিরিক্ত তথ্য প্রদান করে।
Example: Professor Singh Principal of our college, is a good administrator.
ব্যাখ্যা: উপরের sentence-এ ‘Principal of our college’ Appositive টি Professor Singh এ Noun টির পরে বসে উক্ত noun কে modify করে তার সর্ম্পকে অতিরিক্ত তথ্য প্রদান করে।
6. Adjective as Post modifier:
Adjective যা noun কে modify করে সাধারনতঃ তার পূর্বে বসে। কিন্তু অনেক সময় তা কিছু noun এবং Pronoun (something, everyone, anyone) এর পরে বসে তাকে modify করে।
Example: All the members present in the meeting were against the proposal.
ব্যাখ্যা: উপরের sentence টিতে ‘present’ এ Adjective টি members Noun-এর পরে বসে তাকে modify করেছে। তাই Present এ Adjective ft members Noun টির Post Modifiere.
7. Relative clause as Post Modifier:
Relative Clause সর্বদা Noun এর পরে বসে উক্ত Noun কে modify করে।
Example: The boy who lost his pen is poor.
ব্যাখ্যা: উপরের sentence টিতে ‘who lost his pen’ এ Relative clause টি ‘boy’ Noun টির পরে বসে তাকে modify করেছে। তাই ‘who lost his pen’ Relative clause টি boy-এ Noun টির Post Modifier.
8. Adverb as post Modifier:
Example: The questions below are to be answered.
ব্যাখ্যা: উপরের sentence টিতে ‘below’ এ Adverb টি ‘questions’ noun টির পরে বসে তাকে modify করেছে। তাই ‘below’ adverb টি ‘question’ noun টির post modifier.