কেন্দ্র সরকারের MECL এ অফিসার পদে নিয়োগ – আবেদন করুন আজই

মিনারেল এক্সপ্লোরেশন অ্যান্ড কনসালটেন্সি লিমিটেড (এমইসিএল) একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নাগপুরে তার কর্পোরেট অফিস এবং সমগ্র ভারতে অবস্থিত প্রকল্প সাইট অফিসগুলির জন্য অভিজ্ঞ কর্মীদের প্রয়োজন৷ নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য নিচে দেওয়া হল –

সমস্ত গুরুত্বপূর্ণ লিঙ্ক নিচে দেওয়া রয়েছে। তবে আবেদন করার আগে অফিসিয়াল নোটিফিকেশন অবশ্যই দেখুন –

MECLতে নিয়োগের বিবরণ ফেব্রুয়ারি 2023

প্রতিষ্ঠানের নামMECLমিনারেল এক্সপ্লোরেশন অ্যান্ড কনসালটেন্সি লিমিটেড
পদের নামNON-EXECUTIVE (নন-এগজিকিউটিভ)
মোট শূন্যপদ৪৬
বেতন২২০০০থেকে ৪৯০০০ পর্যন্ত
চাকুরি স্থানসারা ভারত
আবেদন পদ্ধতিঅনলাইন

MECLশূন্যপদের বিবরণ

পদের নামশূন্যপদ
অ্যাকাউন্ট্যান্ট
হিন্দি ট্রান্সলেটার
টেকনিসিয়ান (সার্ভে এবং ড্রাফস্ম্যান)
টেকনিসিয়ান (Sampling)১০
টেকনিসিয়ান (ল্যাবরেটরি)
অ্যাসিস্ট্যান্ট (মেটেরিয়াল)
অ্যাসিস্ট্যান্ট (অ্যাকাউন্ট্যান্ট)
অ্যাসিস্ট্যান্ট(HR)
অ্যাসিস্ট্যান্ট (হিন্দি)
ইলেক্ট্রিশিয়ান

MECLতে নিয়োগের জন্য প্রয়োজনীয় যোগ্যতার বিবরণ

পদের নামশিক্ষাগত যোগ্যতা
অ্যাকাউন্ট্যান্টCA/ICWA এর ইন্টারমিডিয়েট পাস সহ স্নাতক/স্নাতকোত্তর।
হিন্দি ট্রান্সলেটার(i) স্নাতকোত্তরহিন্দি
(ii) হিন্দি এবং ইংরেজি বিষয় স্নাতক পড়া
টেকনিসিয়ান (সার্ভে এবং ড্রাফস্ম্যান)ম্যাট্রিকুলেশন (বা)সমতুল্যসঙ্গেআইটিআইসার্ভে/ড্রাফস্ম্যান (সিভিল) পড়া থাকতে হবে।
টেকনিসিয়ান (Sampling)বি.এস.সি
টেকনিসিয়ান (ল্যাবরেটরি)কেমিস্ট্রি / ফিজিক্স বা জিওলজি তে বি.এস.সি
অ্যাসিস্ট্যান্ট (মেটেরিয়াল)১. গনিত বসয়ে স্নাতক বা বি.কম
২. সরকার স্বীকৃত প্রতিষ্ঠান/বোর্ড।কাছ থেকে ইংরেজিতে 40 wpm সহ টাইপিংয়ে শংসাপত্র।
অ্যাসিস্ট্যান্ট (অ্যাকাউন্ট্যান্ট)বি.কম
অ্যাসিস্ট্যান্ট (HR)(i) BA/B.Com/B.Sc./BBA/BBM/BSW.
(ii) সরকার স্বীকৃত প্রতিষ্ঠান/বোর্ড। কাছ থেকে ইংরেজিতে 40 wpm সহ টাইপিংয়ে শংসাপত্র।
অ্যাসিস্ট্যান্ট (হিন্দি)(i) স্নাতকোত্তরহিন্দি
(ii) হিন্দি এবং ইংরেজি বিষয় স্নাতক পড়া
(iii)সরকার স্বীকৃত প্রতিষ্ঠান/বোর্ড। কাছ থেকে ইংরেজিতে 30 wpm সহ টাইপিংয়ে শংসাপত্র।
ইলেক্ট্রিশিয়ানi) ম্যাট্রিকুলেট বা আইটিআই (ইলেকট্রিকাল) এর সমমানের (ii) বৈধ ওয়্যারম্যান শংসাপত্র

 

MECLতে আবেদনের বয়স সীমা

এই চাকরির জন্যে বয়স সীমা নিচে টেবিলে দেওয়া হল।

পদের নামবয়স সীমা
সমস্ত পদের জন্য ন্যূনতম বয়সসীমা৩০ বছর

MECLতে আবেদনে বয়সে ছাড়

কাস্টবয়সের ছাড়
ও বি সি (Non–creamy layer)৩ বছর
এস সি এবং এস টি৫ বছর

MECLতে আবেদনের আবেদন ফী

চাকরি প্রার্থীমুল্য
সাধারণ/ EWS/ ও বি সি (পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এবং স্টেট ব্যাঙ্ক এর যেকোনো শাখার মাধ্যমে ব্যাঙ্ক চালান গ্রহণযোগ্য। অন্যান্য কোনো পেমেন্ট মোড গ্রাহ্য নয়)১০০ টাকা
এস টি/ এস সি / অন্যান্য

MECLতে আবেদনের নির্বাচন প্রক্রিয়া:

পূর্বোক্ত পোস্ট বা পজিশনের জন্য বাছাই প্রক্রিয়ায় বয়স, শিক্ষাগত যোগ্যতার নির্ধারিত যোগ্যতার প্রাথমিক স্ক্রীনিং করা হবে এবং লিখিত পরীক্ষা হবে।  এছাড়াও আগের অভিজ্ঞতা দেখা হবে। সমস্ত টেস্তগুলি নাগপুর সিটি তে নেওয়া হবে।

MECLতে চাকরির জন্য কীভাবে আবেদন করবেন

পদক্ষেপকি ভাবে করবেন?
পদক্ষেপ ১অফিসিয়াল ওয়েবসাইট (অফিসিয়াল লিঙ্ক) তে যান।
পদক্ষেপ ২“Registered and New User Login” অপশন এ ক্লিক করুন।
পদক্ষেপ ৩নিজের সমস্ত তথ্য দিয়ে ফর্মটি ভরুন।

MECLচাকরি 2023-এর জন্য আবেদন করার পদক্ষেপ

পদক্ষেপকি করতে হবে
পদক্ষেপ ১শুধুমাত্র অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।
পদক্ষেপ ২সমস্ত ডকুমেন্ট ও ছবি এবং স্বাক্ষর স্কান করে রাখুন।
পদক্ষেপ ৩একটি বৈধ মোবাইল নম্বর এবং ইমেল আইডি সঙ্গে রাখুন।
পদক্ষেপ ৪রেজিস্ট্রেশন এর পর ফর্ম পূরণ করতে হবে। তাতে যা যা চাইবে সমস্ত আপনাকে সঠিক দিতে হবে।
পদক্ষেপ ৫আবেদন মুল্য প্রদান করতে হবে।
পদক্ষেপ ৬সাবমিট অ্যাপ্লিকেশন করতে হবে।

গুরুত্বপূর্ন তারিখগুলো:

গুরুত্বপূর্ণ ইভেন্টতারিখ
কাট অফ এর তারিখ২১ জুলাই ২০২৩
অনলাইনে আবেদন শুরু হবে১৪আগস্ট ২০২৩
অনলাইনে আবেদন শেষ হবে১৩ সেপ্টেম্বর ২০২৩

MECLবিজ্ঞপ্তি গুরুত্বপূর্ণ লিঙ্ক

অফিসিয়াল নোটিফিকেশনক্লিক করুন
আবেদন লিঙ্কক্লিক করুন
অফিসিয়াল ওয়েবসাইটক্লিক করুন

আমরা সবসময় চেষ্টা করি নতুন নতুন চাকরির খবর দেওয়ার। সেই সঙ্গে আমাদের এই ওয়েবসাইটে আপনি পাবেন প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স সহ শিক্ষা সংক্রান্ত বিভিন্ন খবর। আমরা নিজে বা আমাদের সংস্থা কাউকে চাকরি দেয় না। আমরা বিভিন্ন সরকারি এবং বেসরকারি চাকরির খবর দিয়ে থাকি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *