লাভ জনক ব্যবসা আইডিয়া বলতে গেলে অনেক কিছুই বোঝায়। তবে আজ যা আলোচনা করব তা হল অনলাইন সেলিং।
অনলাইন সেলিং বলতে আপনি যে জিনিসটি বিক্রি করতে চান তা আপনাকে প্রথমে সিলেক্ট করতে হবে। তারপর সেটা আপনাকে লোকাল মার্কেট বা অন্য কোনও জায়গা থেকে আপনি সেই জিনিস প্রথমে কম পরিমাণ আমদানি করতে হবে আপনাকে।
কোথায় বেচবেন – বিক্রি করতে চাইলে বর্তমানে অনেক প্লাটফর্ম রয়েছে, যেমন আমাজন, ফিল্পকার্ট, মিসো, ইত্যাদি ইত্যাদি। আবার আপনি নিজেও চাইলে ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশন বানিয়ে নিতে চাইলে সেটাও করতে পারেন আপনি।
কি কি লাগবে – প্রথমে আপনি ব্যবসা করার জন্যে প্রয়োজনীয় কাগজ পত্র করে নিন। যেমন কোম্পানি তৈরি, জি এস টি, কোম্পানি বা পার্সোনাল প্যান কার্ড ইত্যাদি ইত্যাদি। আবার যদি বিদেশ থেকে জিনিস আমদানি করতে চান তবেও সেক্ষেত্রে কিছু কাগজ পত্র লাগবে।
এর পর যে প্লাটফর্মে বিক্রি করবেন ভাবছেন সেখানে আকাউন্ট খুলতে হবে। যে জিনিস বিক্রি করবেন তার ভাল ভাবে ছবি তুলতে হবে আপনাকে। তারপর লিস্টেট করতে হবে আপনাকে।
ব্যস, শুরু করুন আপনার বাড়ি থেকেই বা কোথাও জায়গা ভাড়া নিয়েও করা যেতে পারে।