আজকের কারেন্ট অ্যাফেয়ার্স ১০ আগস্ট ২০২৩ – Daily Current Affairs 10 August 2023
আজকের অর্থাৎ ১০ আগস্টের কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করা হল। যা বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্যে বেশ উপযোগী। নিজে পড়ুন ও বন্ধু দের সঙ্গে আলোচনা করুন শেয়ার করুন। আজ আমরা ২০ টি প্রশ্ন আলোচনা করেছি।
১। বিচারপতি শুভাশিস তালাপাত্র কোন হাইকোর্টের ৩৩তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন ?
A) গুয়াহাটি
B) কলকাতা
C) ওড়িশা
D) পাটনা
২। ‘অমৃত ভারত স্টেশন স্কিমের’ অংশ হিসেবে পশ্চিমবঙ্গের কয়টি রেলওয়ে স্টেশন পুনর্নির্মাণ করা হবে ?
A) ২১
B) ৬৫
C) ৭৩
D) ৩৭
৩। আমাজন এবং কোন রাজ্য সরকার ই-কমার্স রপ্তানি বাড়াতে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ?
A) গুজরাত
B) মেঘালয়
c) মিজোরাম
D) অরুনাচল প্রদেশ
৪। কোন রাজ্য সরকার 6,134 কোটি টাকা ব্যয়ে বাঁধ নির্মাণের পরিকল্পনা করছে?
A) মেঘালয়
B) গুজরাত
C) ঝাড়খন্ড
D) হরিয়ানা
৫। নিম্নের কোনটি সম্প্রতি একটি শর্ট মুভি সিরিজ ‘হাল্লা বোল’ চালু করেছে?
A) SAI
B) AAI
C) AIFF
D) FIFA
৬। কোন দেশ সম্প্রতি খনি সনাক্তকরণের জন্য ‘নীরাক্ষী’- আন্ডারওয়াটার ভেহিকেল চালু করেছে ?
A) ভারত
B) শ্রীলঙ্কা
C) জাপান
D) মালদ্বীপ
৭। ওয়ার্ল্ড প্রফেশনাল রেসলিং অর্গানাইজেশন নিম্নের কাকে প্রচারমূলক ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছে?
A) বজরং পুনিয়া
B) সংগ্রাম সিং
c) দীপক পুনিয়া
D) ভিনেশ ফোগাট
৮। প্রতিবছর কোন তারিখে বিশ্ব সিংহ দিবস পালিত হয় ?
A) ২৯শে জুলাই
B) ৩রা অগাস্ট
C) ৩রা মার্চ
D) ১০ই অগাস্ট
৯। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারতীয় দলের নেতৃত্ব দেবেন কে ?
A) নীরজ চোপড়া
B) এম এস ধোনি
C) অভিনব বিন্দ্রা
D) পি.ভি. সিন্ধু
১০। নিম্নের কোন দেশ 10 দিনের মালাবার অনুশীলনের 2023 সংস্করণের আয়োজন করবে ?
A) অস্ট্রেলিয়া
B) ভারত
C) জাপান
D) ইউ এস
১১। কোন রাজ্যে সম্প্রতি খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস শুরু হচ্ছে ?
A) মধ্য প্রদেশ
B) উত্তর প্রদেশ
C) কৰ্ণাটক
D) তামিলনাডু
১২। সম্প্রতি প্রয়াত অলিম্পিক্সে সোনার পদক জয়ী টোরি বোয়ি ছিলেন একজন –
A) অ্যাথলিট
B) ফুটবলার
C) রেসিং কার ড্রাইভার
D) গলফ প্লেয়ার
১৩। প্রতিবছর কোন তারিখে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস পালিত হয় ?
A) ৬ই মে
B) ৯ই মে
C) ৮ই মে
D) ১১ই মে
১৪। কাকে সম্প্রতি ২০২৩ সালের মার্কনি পুরস্কারে ভূষিত করা হয়েছে ?
A) অমিত সিং
B) রোহিত শ্রীবাস্তব
C) হরি বালাকৃষ্ণান
D) অনীশ ঘোষ
১৫। প্রথম G20 অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাঙ্কের গভর্নরদের বৈঠক কোথায় শেষ হয়েছে ?
A) অমরাবতী
B) হায়দ্রাবাদ
C) ইন্দোর
D) বেঙ্গালুরু
১৬। কে সম্প্রতি ভারতের ৮০তম দাবা গ্র্যান্ডমাস্টার হয়েছেন ?
A) ভরত সুব্রহ্মণ্যম
B) ভিগনেশ এন আর
C) প্রাণেশ এম
D) বিশাখ এন আর
১৭। ILO-এর এক্সটারনাল অডিটর হিসেবে নির্বাচিত হয়েছেন কে সম্প্রতি ?
A) প্রবীণ কুমার শ্রীবাস্তব
B) গিরিশ চন্দ্র মুর্মু
C) আর. ভেঙ্কটরামানি
D) অলকা উপাধ্যায়
১৮। প্রতিবছর কোন তারিখে জাতীয় বিজ্ঞান দিবস পালিত হয় ?
A) ২৬ ফেব্রুয়ারী
B) ২২ ফেব্রুয়ারী
C) ২৮ ফেব্রুয়ারী
D) ২৪ ফেব্রুয়ারী
১৯। কোন রাজ্যের মহিলা হকি দল সিনিয়র জাতীয় চ্যাম্পিয়নশিপ-2023-এ স্বর্ণপদক জিতেছে ?
A) মধ্য প্রদেশ
B) মহারাষ্ট্র
C) গুজরাত
D) রাজস্থান
২০। নিম্নের কে সম্প্রতি ৩১তম ব্যাস সম্মান পুরস্কার পেয়ছেন ?
A) নাসিরা শর্মা
B) শরদ কে. পাগারে
C) আসগর ওয়াজাহাত
D) সুনীতা জৈন