আজকের কারেন্ট অ্যাফেয়ার্স ২৫ জানুয়ারি ২০২৩

আজকের কারেন্ট অ্যাফেয়ার্স ২৫ জানুয়ারি ২০২৩ – Daily Current Affairs 25 January 2023

আজকের অর্থাৎ ২৫ তারিখের কারেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করা হল। যা বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্যে বেশ উপযোগী। নিজে পড়ুন ও বন্ধু দের সঙ্গে আলোচনা করুন শেয়ার করুন। আজ আমরা ১৯ টি প্রশ্ন আলোচনা করেছি।

১। কে সম্প্রতি হরিপ্রসাদ চৌরাসিয়া লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কারে ভূষিত হয়েছেন ?

A) আমজাদ আলি খান

B) ডঃ প্রভা আত্রে

C) জাকির হুসেইন

D) অনুব্রত চ্যাটার্জি

উত্তর – B) ডঃ প্রভা আত্রে

২। কে সম্প্রতি মিস ইউনিভার্স ২০২২ খেতাব জিতলেন?

A) আর’বনি গ্যাব্রিয়েল

B) হারনাজ সান্ধু

C) আমান্ডা দুদামেল

D) নাদিয়া ফেরেইরা

উত্তর – A) আর’বনি গ্যাব্রিয়েল

৩। কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সম্প্রতি ‘স্কুল অফ এমিনেন্স’ প্রকল্প চালু করেছেন ?

A) রাজস্থান

B) গোয়া

C) কেরলা

D) পাঞ্জাব

উত্তর – D) পাঞ্জাব

৪। ২০২৩ প্রজাতন্ত্র দিবসে ভারতের প্রধান অতিথি হলেন কোন দেশের রাষ্ট্রপতি ?

A) লেবানন

B) তুরস্ক

c) মিশর

D) ইতালি

উত্তর – C) মিশর

৫। প্রতিবছর কোন তারিখে পালিত হয় জাতীয় ভোটার্স দিবস (National Voters’ Day)?

A) ২৬শে জানুয়ারী

B) ১৫ই জানুয়ারী

C) ২৫শে জানুয়ারী

D) ২৪শে জানুয়ারী

উত্তর – C) ২৫শে জানুয়ারী

৬। প্রতিবছর কোন তারিখে পালিত হয় জাতীয় পর্যটন দিবস ?

A) ২১শে জানুয়ারী

B) ২৫শে জানুয়ারী

C) ২৪শে জানুয়ারী

D) ২২শে জানুয়ারী

উত্তর – B) ২৫শে জানুয়ারী

৭। কোন রাজ্য সম্প্রতি জল সংরক্ষণ প্রকল্প চালু করেছে ?

A) ছত্তিসগড়

B) রাজস্থান

C) ঝাড়খন্ড

D) বিহার

উত্তর C) ঝাড়খন্ড

৮। কোন রাজ্য ২০২৫ সালের মধ্যে প্রথম গ্রিন এনার্জি রাজ্য হওয়ার লক্ষ্যমাত্রা স্থির করেছে?

A) উত্তর প্রদেশ

B) মেঘালয়

c) পশ্চিমবঙ্গ

D) হিমাচল প্রদেশ

উত্তর – D) হিমাচল প্রদেশ

৯। কোন UT-র লেফটেন্যান্ট-গভর্নর ‘100 days to beat plastic’ প্রচারাভিযান শুরু করেছেন ?

A) চণ্ডীগড়

B) জম্মু ও কাশ্মীর

c) পুদুচেরি

D) দিল্লি

উত্তর – D) দিল্লি

১০। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কোথায় সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজন করছে ?

A) সিকিম

B) মহারাষ্ট্র

c) হরিয়ানা

D) গুজরাত

উত্তর – B) মহারাষ্ট্র

১১। কোন রাজ্যের আস্কা পুলিশ স্টেশন ভারতের সেরা থানা হিসেবে পুরস্কৃত হলো ?

A) ওড়িশা

B) তামিলনাড়ু

C) কেরালা

D) হরিয়ানা

উত্তর – A) ওড়িশা

১২। তামিলনাড়ু রাজ্যের কোথায় প্রথম সামুদ্রিক কচ্ছপ সংরক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র স্থাপন করা হবে ?

A) মাদুরাই

B) ইরোড

C) কোয়েম্বাটুর

D) চেন্নাই

উত্তর – D) চেন্নাই

১৩। জেফ জিয়েন্টস কোন দেশের রাষ্ট্রপতির প্রধান স্টাফ হিসাবে নির্বাচিত হলেন ?

A) জাপান

B) ক্রোয়েশিয়া

C) আমেরিকা

D) ব্রাজিল

উত্তর – C) আমেরিকা

১৪। হিন্দুস্তান ইউনিলিভার কার সহায়তায় প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা উদ্যোগ চালু করেছে ?

A) WHO

B) UNESCO

C) UNDP

D) NITI আয়োগ

উত্তর – C) UNDP

১৫। Amul এর চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন ?

A) ভালমজিভাই হাম্বল

B) তপন পাতিল

C) ভারত ভাস্কর

D) শ্যামলভাই বি প্যাটেল

উত্তর – D) শ্যামলভাই বি প্যাটেল

১৬। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের কতগুলি দ্বীপের নাম পরম বীর চক্র বিজয়ীদের নামে রাখলেন ?

A) 25

B) 21

C) 24

D) 22

উত্তর – B) 21

১৮। ভারতের গভীরতম মেট্রো স্টেশন কোথায় তৈরি করা হবে ?

A) পুনে

B) মুম্বাই

C) চেন্নাই

D) গান্ধীনগর

উত্তর – A) পুনে

১৮। India open badminton championship 2023 পুরুষ একক বিভাগে কে জয়লাভ করল ?

A) কুনলাভুত ভিটিদসন

B) লক্ষ্য সেন

C) ভিক্টর অ্যাক্সেলসেন

D) শ্রীকান্ত কিদাম্বি

উত্তর – A) কুনলাভুত ভিটিদসন

১৯। IIM Ahmedabad এর নতুন ডিরেক্টর পদে কে নিযুক্ত হলেন ?

A) অধ্যাপক অরুন চাওলা

B) অধ্যাপক তরুন ত্রিবেদী

C) অধ্যাপক ভারত ভাস্কর

D) অধ্যাপক অরুপ চতুর্বেদী

উত্তর – C) অধ্যাপক ভারত ভাস্কর

এটা কত তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স ?

এটা ২৫ জানুয়ারি ২০২৩ এর রাশিফল।

এই কারেন্ট অ্যাফেয়ার্স কোন কোন পরীক্ষার জন্যে লাগবে?

এটা সমস্ত ধরণের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্যে প্রয়োজন।

Current Affairs 25 January 2023 এই পোস্টে কত গুলি প্রশ্ন রয়েছে?

আজকের এই কারেন্ট অ্যাফেয়ার্স এ আমরা ১৯ টি প্রশ্ন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *