ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড কোচি রিফাইনারি প্ল্যান্ট এ অ্যাপ্রেন্টিস ট্রেনি নিয়োগের জন্য অনলাইন আবেদন শুরু হয়েছে। ইঞ্জিনিয়ারং গ্র্যেজুয়েট প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারেন। আরও বিস্তারিত পড়ুন-
পোস্টের বিবরন-
ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড, কোচি রিফাইনারি, আম্বালামুগাল, কোচি যোগ্য ইঞ্জিনিয়ারিং স্নাতকদের (2019, 2020, 2021, 2022 এবং 2023 সালে পাস করা) থেকে অনলাইনে আবেদন গ্রহন করছে অ্যাপ্রেন্টিস (অ্যামেন্ডমেন্ট) আইন, 1973 এর অধীনে এক বছরের অ্যাপ্রেন্টিস ট্রেনিং।
ইঞ্জিনিয়ার পদে নিয়োগের বিবরন-
পদের নাম | গ্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ট্রেনি |
মোট শূন্যপদ | ১২৫ টি |
বেতন | ২৫০০০/- |
চাকুরির স্থান | কোচি রিফাইনারি (কেরালা) |
আবেদন পদ্ধতি | অনলাইন |
ইঞ্জিনিয়ার পদে নিয়োগের শিক্ষাগত যোগ্যতার বিবরন-
পদের নাম | শিক্ষাগত যোগ্যতা |
গ্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ট্রেনি (সিভিল ইঞ্জিনিয়ার, কেমিক্যাল ইঞ্জিনিয়ার, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার অন্যান্য) | ৬০% নম্বরসহ সংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে ভারতের যেকোনো ইউনিভার্সিটি থেকে স্নাতক। (SC/ST/PwBD) প্রার্থীদের জন্য ৫০% নম্বরসহ সংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে ভারতের যেকোনো ইউনিভার্সিটি থেকে স্নাতক। |
ইঞ্জিনিয়ার পদে নিয়োগের বয়সসীমা-
পদের নাম | বয়সসীমা |
গ্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ট্রেনি | ০১/০৯/২০২৩ তারিখের নিরিখে প্রার্থীর বয়সসীমা ১৮-২৭ বছরের মধ্যে হতে হবে। (জন্মতারিখ ০১/০৯/১৯৯৬ থেকে ০১/০৯/২০০৫ এর মধ্যে থাকতে হবে) |
ইঞ্জিনিয়ার পদে নিয়োগের পদ্ধতির বিবরন-
যে ছাত্রছাত্রীরা ইতিমধ্যেই ন্যাশনাল ওয়েব পোর্টালে (www.mhrdnats.gov.in) নথিভুক্ত করেছেন এবং লগইন ডিটেলস রয়েছে তাদের জন্য | a) নিজের লগইন ডিটেলস দিয়ে লগইন করুন। b) Establishment Request Menu- তে ক্লিক করুন। c) Find Establishment- এ ক্লিক করুন। d) Resume আপলোড করুন। e) Establishment- এর নাম বেছে নিন। “Bharat Petroleum Corporation Ltd, Kochi Refinery” সার্চ করুন। f) Apply- বাটন এ ক্লিক করুন। |
যারা এখন পর্যন্ত ন্যাশনাল ওয়েব পোর্টালে (www.mhrdnats.gov.in) করেননি তাদের জন্য | a) https://nats.education.gov.in/ পোর্টালে ভিজিট করুন। b) Student অপশন এ ক্লিক করুন এবং Student Register বাটন এ ক্লিক করুন। c) অ্যাপ্লিকেশন ফর্ম-এ নিজের সমস্ত সঠিক তথ্য দিয়ে ফর্মটি পূরণ করুন। d) একটি এনরোলমেন্ট নম্বর প্রদান করা হবে। e) পুনরায় ওয়েবসাইটে লগইন করুন এবং “BHARAT PETROLEUM CORPORATION LTD, KOCHI REFINERY” সার্চ করুন। f) Apply বাটন-এ ক্লিক করুন। g) অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করা হলে – klplacement@boat-srp.com এ নিম্নে উল্লিখিত ডকুমেন্ট গুলি মেইল এর মাধ্যমে পাঠান। (1) Name (2) Month & Year of Passing (3) Date of Birth (4) % of Marks / CGPA (5) Reservations – if any (6) Persons with Disabilities – Yes / No (7) Address (8) State (9) Mobile Number (10) Email id. |
গুরুত্বপূর্ন তারিখগুলো-
গুরুত্বপূর্ণ ইভেন্ট | তারিখ |
অনলাইনে আবেদন শুরু হবে | ৩০/০৮/২০২৩ |
অনলাইনে আবেদন শেষ হবে | ১৫/০৯/২০২৩ |
গুরুত্বপূর্ণ লিঙ্ক-
গুরুত্বপূর্ণ লিঙ্ক | লিঙ্ক |
অফিসিয়াল নোটিফিকেসান | ক্লিক করুন |
অফিসিয়াল ওয়েবসাইট | ক্লিক করুন |
ন্যাশনাল ওয়েব পোর্টাল | ক্লিক করুন |