পশ্চিমবঙ্গ সরকারের অধীনে জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, পশ্চিম মেদিনীপুর পদের জন্য কাউন্সেলর নিযুক্ত করবে NHM স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ সম্পূর্ণ চুক্তি ভিত্তিতে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগে নিয়োগের বিবরন-
বিজ্ঞপ্তি সংখ্যা | DH&FWS-Mid-W/2023/1537 |
পদের নাম | কাউন্সেলর (NPCB & VI) এবং Ophthalmic Assistant (NPCB & VI) |
মোট শূন্যপদ | 4 টি |
বেতন | ১৮০০০-২০০০০ টাকা |
চাকুরির স্থান | মেদিনীপুর মেডিক্যাল কলেজ |
আবেদন পদ্ধতি | অনলাইন |
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগে নিয়োগের শিক্ষাগত যোগ্যতার বিবরন-
কাউন্সেলর (NPCB & VI) | ১. সোশ্যাল সায়েন্স অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক পাশ হতে হবে। ২. কম্পিউটার স্কিল সহ MS-Office এ দক্ষতা। ৩. যেকোনো হেলথ সেঁকতর বা সোশ্যাল সেক্টরে কমপক্ষে ২ বছরের কাজের অভিজ্ঞতা। |
Ophthalmic Assistant (NPCB & VI) | ১. উচ্চমাধ্যমিক পাশ প্রার্থীরা আবেদন করতে পারবেন সাথে ২ বছরের Paramedical Ophthalmic Assistant কোর্স থাকতে হবে। অথবা পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ২ বছরের ডিপ্লোমা কোর্স থাকতে হবে Optometry & Ophthalmic Technique তে। |
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগে নিয়োগের বয়সসীমা-
উপরক্ত পদে আবেদন করার জন্য প্রার্থীকে কমপক্ষে ২১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে থাকতে হবে। বয়সের হিসেব করা হবে ০১/০১/২০২৩ তারিখ অনুসারে। সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ছাড় থাকবে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগে নিয়োগের পদ্ধতির বিবরন-
কাউন্সেলর (NPCB & VI) | মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে। এছাড়াও সমস্ত শিক্ষাগত যোগ্যতার মোট প্রাপ্ত নম্বর ও অভিজ্ঞতার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। ১. শিক্ষাগত যোগ্যতার প্রাপ্ত নম্বর-৪০ ২. অভিজ্ঞতা – ১০ ৩. লিখিত পরীক্ষা- ৫০ |
Ophthalmic Assistant (NPCB & VI) | মোট ৫০ নম্বরের পরীক্ষা হবে। এছাড়াও সমস্ত শিক্ষাগত যোগ্যতার মোট প্রাপ্ত নম্বর, অভিজ্ঞতার ও ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। ১. শিক্ষাগত যোগ্যতার প্রাপ্ত নম্বর-৩৩ ২. অভিজ্ঞতা – ১০ ৩. লিখিত পরীক্ষা/ইন্টারভিউ- ৭ |
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগে নিয়োগের ফি সমূহের বিবরন-
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের উল্লিখিত পদ্গুলিতে আবেদনের জন্য অনলাইনে ফি জমা করতে হবে। জেনারেল প্রার্থীদের আবেদনের জন্য ১০০ টালা ফি দিতে হবে এবং সংরক্ষিত প্রার্থীদের জন্য ৫০ টাকা ফি জমা করতে হবে।
গুরুত্বপূর্ন তারিখগুলো-
গুরুত্বপূর্ণ ইভেন্ট | তারিখ |
অনলাইনে আবেদন শুরু হবে | ১৫/০৯/২০২৩ সকাল ১১ টা থেকে |
অনলাইনে আবেদন শেষ হবে | ৩০/০৯/২০২৩ মধ্যরাত পর্্যন্ত |
গুরুত্বপূর্ন লিঙ্কগুলি-
গুরুত্বপূর্ণ লিঙ্ক | লিঙ্ক |
অফিসিয়াল নোটিফিকেসান | ক্লিক করুন |
অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
অনলাইন আবেদনের লিঙ্ক | ক্লিক করুন |
আমাদের WhatsApp গ্রুপ | ক্লিক করুন |
মনে রাখতে হবে কেবল মাত্র অনলাইনে ফর্ম ফিলাপ করলে সেটাই বৈধ হবে। ফর্ম ফিলাপের আগে অবশ্যই অফিশিয়াল নোটিফিকেশন দেখুন।