শিক্ষক নিয়োগ নিয়ে পশ্চিমবঙ্গে টাকা দিয়ে চাকরি পাওয়ার ঘটনা সামনে এসেছে ইতিমধ্যেই। প্রসঙ্গত ৯৫২ জনের ওএমআর শিট ভিন রাজ্য থেকে উদ্ধার করেছিল সিবিআই। আবার সেই ৯৫২ জনের মধ্যে ৮০৫ জনের ওএমআর সিট খতিয়ে দেখে বিকৃত করার কথা স্বীকার করে নেয় স্কুল সার্ভিস কমিশন।
উত্তরপত্র বিকৃত করে ৯৫২ জনের চাকরি দেওয়ার অভিযোগ উঠেছিল। সংশ্লিষ্ট কেসের বিচারপতি বিশ্বজিৎ বসু কমিশনকে ওই ৮০৫ জনের চাকরি থেকে বরখাস্ত করতে নির্দেশ দেন।
সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে যান চাকরি হারানো শিক্ষক শিক্ষিকারা।