৫টি এমন ইউটিউব চ্যানেল আইডিয়া, যেখানে মুখ দেখাতে হবে না

অনেকেই এমন থাকেন, যারা ইউটিউবে ভিডিও বানাতে চান কিন্তু মুখ দেখাতে চান না। তাদের জন্যে এই পোস্ট বাঁধিয়ে রাখার মত। আমি এখানে ৫ টি ইউটিউব চ্যানেল আইডিয়া শেয়ার করছি। তেমন হলে ট্রাই করে দেখতে পারেন।

এই সব চ্যানেল এর মধ্যে এমন কিছু চ্যানেল রয়েছে যেখানে আপনাকে শুধু কথা বলতে হবে। আবার এমন কিছু আইডিয়া রয়েছে যেখানে আপনার কথা না বললেও চলবে। আসুন জেনে নি সেই সমস্ত চ্যানেল আইডিয়া।

আইডিয়া ১ – ক্যাম্পিং ভিডিও

ক্যাম্পিং ভিডিও বানিয়ে আপনি বেশ ভাল টাকা ইনকাম কোর্টে পারবেন। যেখানে আপনি দেখাবেন, কোনও একটা জায়গায় গিয়ে রাতে বা দিনে ক্যাম্প খাঁটিয়ে থাকবেন। আর সেই ভিডিও পোস্ট করে ইনকাম করবেন। আমি এখানে একটা চ্যানেল এর আইডিয়া দিতে পারি। Go4x4 youtube এ সার্চ করুন, এবং সেই ভিডিও দেখে আপনিও সেই মত চ্যানেল শুরু কোর্টে পারেন।

আইডিয়া ২ – রান্না ভিডিও

রান্নার ভিডিও আপলোড করেও আপনি বেশ ভাল টাকা ইনকাম করতে পারবেন ইউটিউব থেকে। এখানে আপনার ভয়েস বা ফেশ কিছুই লাগবে না। ক্যামেরা থাকবে রান্নার পাত্রে। দৈনন্দিন রান্নার ভিডিও দেখিয়ে ভাল টাকা ইনকাম করার সুযোগ থাকছে এখানে।

আইডিয়া ৩ – গেমিং ভিডিও

এই চ্যানেল যারা মোবাইলে খেলতে পছন্দ করেন তাদের জন্যে। আপনার খেলাও হবে আবার ইনকামও। মোবাইল বা ডেক্সটপ এ খেলতে খেলতে রেকর্ডিং করে আপলোড করে দিন। আর অ্যাড এর সঙ্গে সুপার চ্যাট থেকেও ইনকাম করুন।

আইডিয়া ৪ – স্লো-মোশন ভিডিও

স্লো-মোশন ভিডিও নিয়ে বেশি চ্যানেল পাবেন না আপনি। বাড়িতে রাখা যেকোনো জিনিস ফেলে বা ওপরে ছুঁড়ে কিংবা বেলুন ফাটিয়ে, কোনও কিছু ভেঙ্গে তা স্লো মোশন এ রেকর্ড করুন এবং আপলোড করুন। এর থেকেও ভাল ইনকামের সুযোগ রয়েছে।

আইডিয়া ৫ – স্লো-গাড়ির তুলনা ভিডিও

গাড়ির তুলনা করা বলতে একসঙ্গে ২ বা ৩ টি গাড়ি কে পাশাপাশি রেখে তুলনা করতে হবে। কে বেশি মাইলেজ দেয়, কে কম। কার স্পিড তাড়াতাড়ি ওঠে কার দেরিতে। এই ভিডিওতে জরুরি নয় যে গাড়ি দেখাতে হবে। আপনি ছবি দিয়েও করতে পারেন। এই আইডিয়া একদম নতুন, তাই শুরু করে দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *